মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর মহাদেবপুরে বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যাায় দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্তরে আয়োজিত জাতীয় বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসাবে পুরষ্কার বিতরণ করেন নওগাঁ জেলা প্রশাসক মো. গোলাম মওলা।
জাতীয় বিজ্ঞান মেলায় উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আহসান হাবীব ভোদন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ, সহকারী কমিশনার (ভূমি) রিফাত আরা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোতাহার হোসেন প্রমুখ।