মহাদেবপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট: জুলাই ১১, ২০২৪, ৮:৩০ অপরাহ্ণ

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁর মহাদেবপুরে বৃহস্পতিবার (১১ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান মাসুদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোসাঃ নাহিদা খাতুন। পরিবার পরিকল্পনা পরিদর্শক আনিসুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ, সহকারি কমিশনার (ভূমি) রিফাত আরা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আহসান হাবীব, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিয়া সুলতানা তৃষা, মেডিকেল অফিসার মোঃ জহুরুল ইসলাম প্রমূখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ অতিথিগণ ভালো কাজের জন্য ৬জনকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ