মহাদেবপুরে বেগম রোকেয়া দিবসে সম্মাননা পেলেন পাঁচ জয়িতা নারী

আপডেট: ডিসেম্বর ৯, ২০২৩, ৭:৪১ অপরাহ্ণ


মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁর মহাদেবপুরে বেগম রোকেয়া দিবসে পাঁচটি ক্যাটাগরিতে সম্মাননা পেলেন পাঁচ জয়িতা নারী। উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাদেরকে এ সম্মাননা দেয়া হয়।
শনিবার (৯ ডিসেম্বর) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব ভোদন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সুলতান মাহমুদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত আরা, উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, সাংবাদিক আজাদুল ইসলাম আজাদ প্রমুখ। এবার বেগম রোকেয়া দিবসে পাঁচটি ক্যাটাগরিতে জয়িতা নির্বাচিত হয়েছেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে কুঞ্জবন বাজারের মোছাঃ জান্নাতুল ফেরদৌসী লতা, শিক্ষা ও চাকুরীতে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে বকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনীন নাহার লায়লা, সফল জননী নারী ক্যাটাগরিতে উপজেলা সদরের কলেজ পাড়ার মোছাঃ নাজমা বেগম, নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা উদ্যমী নারী ক্যাটাগরিতে হর্ষি গ্রামের সাবানা বানু ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী ক্যাটাগরিতে শালবাড়ী গ্রামের মোছাঃ মনোয়ারা বেগমকে ক্রেস্ট ও সনদপত্র দিয়ে সম্মাননা জানানো হয়।