মহাদেবপুরে ভোটার তালিকা হালনাগাদ করণের দিনব্যাপী প্রশিক্ষণ

আপডেট: জানুয়ারি ১৬, ২০২৫, ৯:১২ অপরাহ্ণ

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি


নওগাঁর মহাদেবপুরে বৃহস্পতিবার (১৬জানুয়ারি) ভোটার তালিকা হালনাগাদ করণের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজরদের দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

মহাদেবপুর সর্বমঙ্গলা (পাইলট) উচ্চ বিদ্যালয়ে আয়োজিত প্রশিক্ষণে দিকনির্দেশনা ও প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান, নওগাঁ জেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুল মোত্তালেব, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মোঃ গোলাম মস্তোফা, মহাদেবপুর উপজেলা নির্বাচন অফিসার মোঃ আল মামুন, নিয়ামতপুর উপজেলা নির্বাচন অফিসার মোঃ পারভেজ মোশারফ ও পোরশা উপজেলা নির্বাচন অফিসার মোঃ রবিউল আলম।

উপজেলায় নিয়োগপ্রাপ্ত সকল তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজরগণ এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। মহাদেবপুর উপজেলা নির্বাচন অফিসার মোঃ আল মামুন জানান, আগামী ২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিটি গ্রামে গ্রামে ভোটার তালিকার হালনাগাদ করণের কাজ চলমান থাকবে।