শনিবার, ২১ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ৭ জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ ।
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর মহাদেবপুরে গতকাল রোববার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কবিতা পাঠ ও কবিতা সংকলন প্রকাশের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা কেন্দ্রীয় পাঠাগারে আয়োজিত অনুষ্ঠানে কবি ইসমাইল হোসেন মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে কবিতা সংকলন প্রকাশের মোড়ক উন্মোচন ও কবিতা পাঠ করেনকবি আহমেদ হোসেন বাবু।
কবিতা সংকলন প্রকাশের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের উদ্বোধন করেন, বগুড়া আজিজুল হক কলেজের সাবেক ইংরেজী বিভাগের প্রধান কবি মীর আব্দুর রাজ্জাক। আবিয়াৎ তহুরা ওরায়নার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,
উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহ বুদু। এ সময় কবি সৈয়দ দীনবন্ধু চিশতী, কবি আজাদুল ইসলাম আজাদ,
কবি লায়লা নাজনীন, কবি ও সঙ্গীত শিল্পীপ্রশান্ত কুমার নাথ, কবি লিয়াকত আলী বাবলু প্রমুখ। এ সময় কবি, সাহিত্যিক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার গুণিজন উপস্থিত ছিলেন।