শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
মহাদেবপুর প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে গতকাল শুক্রবার বিকালে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গলদা-কার্প ও সিবিজি (খাঁচায় মাছ চাষ) পরিদর্শন করেছেন। ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তিসেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলার শিবরামপুরে গলদা-কার্প মিশ্র চাষ ও মহিষবাথান খেয়াঘাটে আত্রাই নদীতে সিবিজি (খাঁচায় মাছ চাষ) পরিদর্শন শেষে চাষিদের উদ্যেশ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় নওগাঁ জেলা মৎস্য অফিসার আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহাদেবপুর ও বদলগাছী আসনের সাংসদ ছলিম উদ্দিন তরফদার সেলিম, প্রকল্প পরিচালক ড. জোয়ার্দার মোহাম্মদ আনোয়ারুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডিডিএলজি মোহা. আব্দুর রফিক, রাজশাহী জেলা মৎস্য কর্মকর্তা সুবাস চন্দ্র, অতিরিক্ত পুলিশ সুপার আবু সালে মোহাম্মদ আশরাফুল, উপপ্রকল্প পরিচালক রুহুল আমিন, সহকারী কমিশনার (ভূমি) উম্মুল বানীন দ্যুতি। এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার (ভারপ্রাপ্ত) মাহফুজ-উল-হক, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ সাবের রেজা আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক গোলাম নূরানী আলাল, মহাদেবপুর সদর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান ধলু, হাতুল ইউপি চেয়ারম্যান এনামুল হক, সাবেক চেয়ারম্যান আকবর আলী, মহাদেবপুর থানা প্রেসক্লাবের সভাপতি গোলাম রসুল বাবু, সাধারণ সম্পাদক এম.সাখাওয়াত হোসেন, উপজেলা ছাত্রলীগে যুগ্মআহ্বায়ক শাকিল দরফদার, সিবিজি দলনেতা জাহাঙ্গীর আলম প্রমূখ।
প্রধান অতিথি বলেন, দেশকে মৎস্য চাষে সমৃদ্ধ করতে একটি জলাশয়ও ফেলে রাখা যাবে না। বর্তমান সরকার চাঁদপুরের ডাকাতিয়া নদীতে প্রথম সিবিজি (খাঁচায় মাছ চাষ) সফল হয়। তারই ধারাবাহিকতায় মহাদেবপুর উপজেলার আত্রাই নদীতে খাঁচায় মাছ চাষও আজ দেখলাম সফর হয়েছে। সারাদেশের সকল নদীতে খাঁচায় মাছ চাষ হলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রফতানি করা সম্ভব।