মহাদেবপুরে যৌতুক মামলায় পুলিশ কনস্টেবল গ্রেফতার

আপডেট: আগস্ট ১০, ২০১৭, ১:৩০ পূর্বাহ্ণ

মহাদেবপুর প্রতিনিধি


নওগাঁর মহাদেবপুরে যৌতুক মামলায় সুমন ম-ল নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার উপজেলার শিবরামপুর মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সদস্য সুমন ম-ল উপজেলার বকাপুর গ্রামের হারুনুর রশিদ মজনুর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সিআর-১৫৭/১৭ যৌতুক মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সদস্য সুমন ম-লকে উপজেলার শিবরামপুর মোড় থেকে গ্রেফতার করা হয়।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবদুল মালেক জানান, পুলিশ কন্সটেবল সুমন ম-লের নামে যৌতুক মামলাসহ নারী ও শিশু দমন আইনে দুইটি মামলা রয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলাটি মহাদেবপুর থানায় তদন্তাধীন রয়েছে। যা অচিরেই তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গত মঙ্গলবার যামিনে ছাড়া পেলেও এক রাত পর বুধবার যৌতুক মামলায়  পুলিশ তাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ