শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি :মহাদেবপুর উপজেলার সুলতানপুর গ্রামে ১৬ প্রহরব্যাপি রাধা-গোবিন্দ মন্দিরে লীলা কীর্তনে মেতেছে ভক্তগণ। ১৬তম বার্ষিকীতে প্রতি বছরের ন্যায় এবারও ১৬ প্রহরব্যাপী শ্রীশ্রী রাধা গোবিন্দের লীলা কীর্তনে জেলার বিভিন্ন এলাকা থেকে হিন্দু ধর্মালম্বী নারী পুরুষের আগমনে মুখরিত হয়ে উঠেছিল।
এ মন্দিরে মাঘের প্রথম ও দ্বিতীয় দিনে ১৬ প্রহরব্যাপী কীর্তন, প্রসাদ বিতরণ, পুজো অর্চনার মধ্যে দিয়ে শ্রীশ্রী রাধা গোবিন্দের লীলা কীর্তনের সমাপণি হয়েছে। লীলা কীর্তন পরিবেশন করে ভক্তদের প্রেম-ভালোবাসা ও ভক্তিতে মন জয় করেছিল নাটোরের গোবিন্দ চন্দ্র সরকার, বগুড়ার শ্রীমতি অনিতা রানী দেবনাথ, নওগাঁর কুমারী অবন্তিকা রানী (সাগরী) ও সুলতানপুর শ্রীশ্রী রাধা গোবিন্দ সম্প্রদায়।
কমিটির সাধারণ সম্পাদক সুজিত কুমার দেবনাথ জানান, রাধা-গোবিন্দ মন্দিরে ২০০৯ সাল থেকে শ্রীশ্রী রাধা গোবিন্দের লীলা কীর্তনে জেলার বিভিন্ন এলাকা থেকে আগন্ত ভক্তগণের মন জয় করেছে।