রবিবার, ১৩ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে শহীদ আস-সাবুর স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
মহাদেবপুর ঐতিহাসিক ডাকবাংলো মাঠে উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা ছাত্র প্রতিনিধি মোঃ আমিনুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উদ্বোধন ও বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ।
আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট, উপজেলা একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মো. মোসলেম উদ্দীন, বৈষম্যবিরোধী জেলা ছাত্র প্রতিনিধি রিয়াজুস সালেহীন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মোজাফ্ফর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, অধ্যক্ষ ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ জাহেদুল ইসলাম, মাহফুজুর রহমান প্রমুখ।
জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের প্রভাষক মোঃ মনিরুজ্জামান মনিরের ধারাভাষ্যে উদ্বোধনী খেলায় জয়পুরহাট জেলা ফুটবল একাদশ বনাম মহাদেবপুর উপজেলা ফুটবল একাদশ অংশগ্রহণ করে।