মহাদেবপুরে শহীদ জিয়া স্মৃতি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

আপডেট: জানুয়ারি ১৯, ২০২৫, ৯:২৯ অপরাহ্ণ

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ


নওগাঁর মহাদেবপুরে শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় শহীদ জিয়া স্মৃতি আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সরস্বতীপুর উচ্চ বিদ্যালয় মাঠে চেরাগপুর ও ভীমপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন এ খেলার আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে শহীদ জিয়া স্মৃতি আন্তঃ উপজেলা ফুটবল টুর্ণামেন্টের আহ্বায়ক এনামুল হক মিঠুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে পুুরস্কার বিতরণ ও বক্তব্য রাখেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৮, নওগাঁ-৩ আসনে বিএনপি মনোনিত প্রার্থী ও জেলা বিএনপি নেতা পারভেজ আরেফিন সিদ্দিকী জনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা যুবদলের আহবায়ক মোঃ মাসুদ হায়দার টিপু, নওগাঁ জেলার স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ শফিউল আজম টুটুল, নওগাঁ জেলা শ্রমিক দলের সভাপতি ও সরস্বতীপুর বাজার দিগন্ত প্রসারী সংঘের সভাপতি এস এম জিল্লুর রহমান বাচ্চু প্রমুখ।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার নান্নু, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসমত আলী, ভীমপুর ইউপি চেয়ারম্যান রাম প্রসাদ ভদ্র, বিএনপি নেতা শহিদুল ইসলাম, আবুল কালাম আজাদ স্বপন, দুলাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাফ্ফর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।

শহীদ জিয়া স্মৃতি আন্তঃ উপজেলা ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় ট্রাইবেকারে নওগাঁ সদর উপজেলা ফুটবল দল ৫-৪ গোলে সাপাহার উপজেলা ফুটবল দলকে পরাজিত করে বিজয়ী হন।