মহাদেবপুরে শিক্ষ প্রতিষ্ঠান জাতীয়করণ ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন

আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২৪, ৯:১৫ অপরাহ্ণ

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁর মহাদেবপুরে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষ প্রতিষ্ঠান জাতীয়করণ, শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে স্মারক লিপি পেশ ও মানববন্ধন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্তরে মানববন্ধন শেষে শিক্ষা উপদেষ্টা বরাবর লিখিত স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান এর হাতে তুলে দেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার আয়োজিত স্মারকলিপি পেশ ও মানববন্ধন অনুষ্ঠানে প্রধান শিক্ষক এস এম ইব্রাহীম হোসেন, আবু সায়েম, বেলায়েত হোসেন, ফজলুল হক, সখা চন্দ্র বর্মন, এনামুল হক, হুমায়ন কবিরসহ মাধ্যমিক স্তরের বিভিন্ন শিক্ষ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।