রবিবার, ২ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
নওগাঁর মহাদেবপুর উপজেলায় অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এডিসন গ্রুপের সমাজসেবী সংস্থা আপনের সহায়তায় গত রোববার বেলা ৩টায় উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের আরিফ মেমোরিয়াল কলেজ মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
সাবেক কলেজ শিক্ষক আবদুল মতিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহাদেবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুস ছাত্তার নান্নু। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রফিক, সাংবাদিক আজাদুল ইসলাম, মহাদেবপুর থানার এসআই আবদুল আজিজ, এডিসন গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা মো. আলতাফ হোসেইন প্রমুখ। এসময় ৩শ জন শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়।
সিম্ফনি মোবাইল তথা এডিসন গ্রুপের একটি সমাজসেবী সংস্থা হলো আপন। দরিদ্র ও অসহায় মানুষের সহযোগিতায় সংস্থাটি কাজ করে। এছাড়া এ সংস্থা দরিদ্র শিক্ষর্থীদের উপবৃত্তি প্রদান করে।