বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে উত্তরগ্রাম ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদকে (৭০) পিটিয়ে হত্যা মামলায় তিন নারীকে গ্রেফতার করেছে মহাদেবপুর থানা পুলিশ। এ ঘটনাটি ঘটেছে শুক্রবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের চকগোড়া গ্রামে। সাবেক ইউপি সদস্য মৃত আবুল কালাম আজাদ এর পুত্র মেহেদী হাসান বাদী হয়ে গত শুক্রবার (৩১মার্চ) সন্ধ্যায় ৭জনের নাম উল্লেখ করে মহাদেবপুর থানায় মামলা দায়ের করেন। ওই রাতেই উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের চকগোড়া গ্রাম এলাকা থেকে পুলিশ মোহম্মদ আলী স্ত্রী শাহানাজ বেগম, মেয়ে শাপলা খাতুন ও ভাগিনি কারিমা আকতারকে গ্রেফতার করে শনিবার (১ এপ্রিল) আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেন।
এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, গত শুক্রবার জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের আঘাতে নিহত সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদের পুত্র মেহেদী হাসান বাদী হয়ে মহাদেবপুর থানায় মামলা দায়ের করলে তিনজনকে গ্রেফতার করে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেন এবং বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।