সোমবার, ২৯ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুরে জমি নিয়ে বিরোধের জেরে উত্তরগ্রাম ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদকে (৭০) পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার চকগোড়া গ্রামে এ ঘটনা ঘটে। আজাদ ওই গ্রামের মৃত মফিজ উদ্দীনের ছেলে।
স্থানীয়রা জানান, কালাম তার কেনা জমিতে মাটি ভরাট করতে গেলে প্রতিপক্ষ মৃত জহির উদ্দিনের ছেলে মোহম্মদ আলী ও তার বোন, স্ত্রী, মেয়ে এবং ভাগনাসহ বেশ কিছু লোকজন লাঠিসোটা নিয়ে আজাদের ওপর হামলা চালায়। গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. মোজাফফর হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।