মহাদেবপুরে স্থাপনার ক্ষতিপূরণ দিয়ে জমি অধিগ্রহণের দাবি

আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০২৩, ১০:৫৬ অপরাহ্ণ

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি :


নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীর শিবগঞ্জ ঘাটে নির্মিত ব্রিজের সংযোগ সড়কের জন্য নির্ধারিত জমির উপর নির্মিত স্থাপনার ক্ষতিপূরণ দিয়ে জমি অধিগ্রহণের দাবি জানিয়েছেন জমির মালিক। জানাগেছে, উপজেলার শিবগঞ্জ ঘাটের গোপীনাথপুর মৌজায় আত্রাই নদীর উপর ২৬২ মিটার চেইনে পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ এলাকায় ইটের তৈরি ৬টি স্থাপনা রয়েছে। সরকারিভাবে জমি অধিগ্রহণের প্রস্তাবনায় এই ছয়টি স্থাপনা উল্লেখ না করেই জমি অধিগ্রহণে প্রস্তাব করা হয়েছে। এ বিষয়ে ওই জমির মালিক মো. জমির উদ্দীন জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রামচরণপুর গ্রামের মৃত মহির উদ্দিনের পুত্র মো. জমির উদ্দিনের গুপিনাথ পুর মৌজায় অবস্থিত ৬ শতক জমির উপর ইটের তৈরি ৬টি ঘর রয়েছে। উক্ত এলাকায় আত্রাই নদীর উপর সেতু নির্মাণ হওয়ায় উক্ত জমিটি সেতু সংযোগ সড়কের মধ্যে পড়েছে। এজন্য ভূমি অধিগ্রহন শাখা হতে উক্ত সম্পত্তি অধিগ্রহণের জন্য ৭ ধারায় নোটিশ প্রদান করা হয়েছে। কিন্তু জমি অধিগ্রহণ করতে চাইলেও সেখানে অবস্থিত স্থাপনার উল্লেখ করা হয়নি। এ বিষয়ে গত ২১ ডিমেস্বর মো. জমির উদ্দীণ ভূমি অধিগ্রহণ শাখায় স্থাপনাসহ ভূমি অধিগ্রহণের দাবী জানিয়ে আবেদন করেছেন। আবেদনে তিনি সরেজমিন তদন্তপূর্বক স্থাপনাসহ ভূমি অধিগ্রহণের দাবী জানান।

এ ব্যাপারে নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ