বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
মহাদেবপুর প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে গত সোমবার রাতে চেংকুড়ি এলাকায় সড়ক দূর্ঘটনায় বালুবাহী ট্রাকের হেলপার নিহত ও ট্রাক জালকসহ ২জন আহত হয়েছেন। নওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসাআই আমিনুল রহমান জানান, সোমবার রাত সাড়ে ৯ টার দিকে একই সড়কের মহাদেবপুর উপজেলার নওহাটা-চকগৌরী বাজারের মাঝামাঝি চেংকুড়ি এলাকায় মহাদেবপুর থেকে নওগাঁ দিকে যাওয়া বালুবাহী (রাজশাহী-ট ৫৯১০) ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগলে দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দিলেও ট্রাকের ভেতর হেলপারসহ আরো দুজন আটকে পড়েন। খবর পেয়ে নওহাটা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় একজনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠিয়ে দেয় এবং আটকে পড়া ট্রাকের হেলপারের মরদেহ উদ্ধার করে। তবে নিহত ও আহতদের নাম-পরিচয় বা ঠিকানা জানাতে পারেননি পুলিশ ফাঁড়ির ইনচার্জ।