বুধবার, ২৯ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
মহাদেবপুর প্রতিনিধি :
নওগাঁর মহাদেবপুরে সোমবার বিকেলে সড়ক দূর্ঘটনায় এমাজ উদ্দীন (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত এমাজ উদ্দীন নিয়ামতপুর উপজেলার চকপুকুরিয়া গ্রামের মৃত মজিবর রহমানের পুত্র। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের আপেলের মোড় এলাকায় মটরসাইকেল ও ট্রাকের মুখমুখি সংঘর্ষে মটরসাইলেক আরোহীর পিছনে বসে থাকা এমাজ উদ্দীন পাকা সড়কে পরে ঘটনাস্থলেই নিহত হয়। এলাকাবাসী ট্রাক ও ট্রাক চালককে আটোক করে মহাদেবপুর থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশসহ ট্রাক ও ট্রাক চালককে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আইনগত প্রক্রিয়া চলছে।