মহাদেবপুরে ১শ গ্রাম পুলিশের মাঝে কম্বল বিতরণ

আপডেট: ডিসেম্বর ২২, ২০১৬, ১২:০৫ পূর্বাহ্ণ

মহাদেবপুর প্রতিনিধি


নওগাঁর মহাদেবপুরে গ্রাম পুলিশের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ১শ কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলা চত্তরে ১শ জন গ্রাম পুলিশের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহারের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন মহাদেবপুর ও বদলগাছী আসনের সাংসদ ছলিম উদ্দীন তরফদার সেলিম। অন্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) উন্মুল নানীন দ্যুতি, নওগাঁ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ময়নুল ইসলাম ময়েন, উপসহকারী প্রকৌশলী সিহাব উদ্দীন, উপজেলা ছাত্রলীগের যুগ্মআহবায়ক শাকিল তরফদার, সুদেব কুমার, আবদুল মতিন, আজাদ হোসেন প্রমুখ। আলোচনা শেষে উপজেলার সকল গ্রাম পুলিশের হাতে প্রধান অতিথি কম্বল তুলে দেন।