মহাদেবপুরে ১৮১ জনের মাঝে ষাঁড় বাছুর ও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ

আপডেট: মে ৩১, ২০২৩, ১:০০ পূর্বাহ্ণ

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁর মহাদেবপুরে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৮১ জন সুফলভোগীর মাঝে ১টি করে ষাঁড় বাছুর ও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৩০ মে) উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আহসান হাবীব ভোদন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. মোঃ আব্দুল মালেক। ভেটেরিনারি সার্জন ডা. মোঃ আল-আমিন তান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। আলোচনা সভা শেষে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ১৮১ জন সুফলভোগীর প্রত্যেককে ১টি করে ষাঁড় বাছুর ও গৃহ নির্মাণ উপকরণ দেয়া হয়।