মহাদেবপুরে ৩৬টি পাওয়ার টিলার ও ভিএমপি মেশিন বিতরণ

আপডেট: ডিসেম্বর ১, ২০১৬, ১২:২৭ পূর্বাহ্ণ

মহাদেবপুর  প্রতিনিধি  
নওগাঁর মহাদেবপুরে গত মঙ্গলবার বিকেলে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ মহাদেবপুর জোনে কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও ভিএমপি মেশিন বিতরণ করা হয়েছে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ ও ন্যাশনাল ব্যাংক রাজশাহীর কৃষি ঋণে উপজেলার ৩৬ জনকে ১টি করে পাওয়ার টিলার ও ১টি করে ভিএমপি মেশিন বিতরণ করা হয়।
মেশিন বিতরণ অনুষ্ঠানে সভাপত্বিত করেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আব্দুল মালেক চৌধুরীর, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ড.আকরাম হোসেন চৌধুরী । অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ মহাদেবপুর  জোনের  সহকারী প্রকৌশলী আবু সাদাত মোহাম্মদ সাইম। বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রত্যন্ত গ্রাম অঞ্চলের সাধারণ কৃষকের মাঝে যান্ত্রিক সুবিধা পৌঁছে দিয়ে তাদের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করছেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ড.আকরাম হোসেন চৌধুরী । তিনি আরো বলেন গ্রামের যুব সমাজকে শিক্ষিত করে কৃষি বান্ধব মানসিকতায় গড়ে তোলার লক্ষে কাজ করছে শেখ হাসিনা সরকার।

এ বিভাগের অন্যান্য সংবাদ