শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগীতার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) উপজেলা চত্বরে আয়োজিত মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান। উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ ফরিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত আরা, উপজেলা আইসিটি অফিসার শাহীন আরা রুমী, সহকারী শিক্ষক (বিজ্ঞান) মোঃ মাসুদ রানা চৌধুরী প্রমুখ।
উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান বিজ্ঞান মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।