মহাদেবপুর তিনটি রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন

আপডেট: ফেব্রুয়ারি ১, ২০১৭, ১২:০৮ পূর্বাহ্ণ

মহাদেবপুর প্রতিনিধি



নওগাঁর মহাদেবপুরে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে তিনটি রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। গত সোমবার বিকেলে উপজেলার রামরায়পুর মাদ্রাসা থেকে ডিমজাউন পর্যন্ত, চাঁন্দশ গ্রাম থেকে পাঘাহাট পর্যন্ত ও চাঁন্দাশ থেকে পাঘাহাট পর্যন্ত মোট সাড়ে ৪ কিলোমিটার রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথী হিসেবে মহাদেবপুর ও বদলগাছী আসনের সাংসদ ছলিম উদ্দীন তরফদার সেলিম এ রাস্তা পাকাকরণ কজের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার, নওগাঁ জেলা পরিষদের সদস্য ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ময়নুল ইসলাম ময়েন, জেলা পরিষদ সদস্য রাজিয়া সুলতান, এলজিইডির উপজেলা প্রকৌশলী রোজদিদ আহম্মেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা খাতুন, মহাদেবপুর সদর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান ধলু, চাঁন্দাশ ইউপি চেয়ারম্যান মাহমুদান নবী রিপন, উপজেলা যুবলীগ নেতা অনুকূল সাহা বুদু, মাসুদ রানা, রাসেল আহম্মেদ, চাঁন্দাশ ইউপি আওয়ামী লীগের সভাপতি আবদুর রশিদ সাত্তার, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, ছাত্রলীগ নেতা রাজু আহম্মেদ, কুদরত-ই -খুদা সোহাগ, হাবিবুর রহমান প্রমুখ। শেষে পাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ