মহাদেবপুর শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৫, ১০:৩২ অপরাহ্ণ

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি :


নওগাঁর মহাদেবপুরে বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

মহাদেবপুর ঐতিহাসিক ডাকবাংলো মাঠে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ ফরিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ ও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান।

অনুষ্ঠানে অংশগ্রহন করেন মহাদেবপুর টেকনিক্যাল অ্যান্ড বিএম মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ জাহেদুল ইসলাম, সফাপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ তোজাম্মেল হক, রামচন্দ্রপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ জয়নুল আবেদীন, সিনিয়র প্রভাষক মনিরুজ্জামান মনির, জয়পুর ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, হাজি ধনেজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুল হক, কালুশহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বারিকুর রহমান, ডাঃ আফাজ উদ্দীন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বেলায়েত হোসেন প্রমুখ।

জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ৫২টি ইভেন্টে বিভিন্ন খেলায় উপজেলার স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ক্রীড়া শিক্ষক ও শিক্ষার্থীগণসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

Exit mobile version