বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
মহাদেবপুর প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স ও আল্ট্রাসনোগ্রাম মেশিনের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এক সভায় এ উদ্বোধন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আ. ম. আখতারুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উদ্বোধন ও বক্তব্য দেন মহাদেবপুর ও বদলগাছী আসনের সাংসদ ছলিম উদ্দীন তরফদার সেলিম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন মহাদেবপুর থানার অফিসার ইসচার্জ সাবের রেজা আহম্মেদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফায়েল আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক গোলাম নূরানী আলাল ও অজিত কুমার মন্ডল, মহাদেবপুর সদর ইউপি চেয়াম্যান মাহবুবুর রহমান ধলু। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাদেবপুর থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম সাখাওয়াত হোসেন, এনায়েতপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিঞা, খাজুর ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দীন, রাইগাঁ ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল আলম, উত্তরগ্রাম ইউপি চেয়ারম্যান আবিদ হোসেন সরকার, চেরাগপুর ইউপি চেয়ারম্যান শিবনাথ মিশ্র, উপজেলা যুবলীগের সহসভাপতি আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্সসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনাসভা শেষে প্রধান অতিথি মহাদেবপুর ও বদলগাছী আসনের সাংসদ ছলিম উদ্দীন তরফদার সেলিম ফিতা কেটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স ও আল্ট্রাসনোগ্রাম মেশিনের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিমের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।