মহানগর কাপ ক্রিকেট টুর্নামেন্ট স্থগিত

আপডেট: ফেব্রুয়ারি ২৪, ২০১৭, ১২:৩৩ পূর্বাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক


নগরীর কালেক্টরেট মাঠে বাণিজ্য মেলা আয়োজন করার জন্য বৈকালী সংঘ আয়োজিত মহানগর কাপ ক্রিকেট টুর্নামেন্ট স্থগিত করা হয়েছে। টুর্নামেন্টের শুরুর পরবর্তি তারিখ যথা সময়ে ঘোষণা করা হবে বলে গতকাল এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন বৈকালী সংঘের সাধারণ সম্পাদক রইস উদ্দিন আহমেদ বাবু।
গতকাল টুর্নামেন্টের একমাত্র খেলায় গুগোল ইংলিশ ক্লাব ৯৪ রানে নর্থ বেঙ্গল ক্রিকেট একাডেমি সাদা দলকে পরাজিত করেছে।
প্রথমে ব্যাট করতে নেমে গুগোল ইংলিশ ক্লাব ২৮.৪ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১৫৪ রান করে। দলের অনিক ৩৩, আতিক ২৯ রান করেছেন। প্রতিপক্ষ দলের সমিন ১৫ রানে ৪টি ও সিহাব ২৩ রানে ৪টি উইকেট লাভ করেন। জবাবে নর্থ বেঙ্গল ক্রিকেট একাডেমি সাদা দল ১৪.১ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ৬০ রান করে। দলের রহমত ২০ ও সিহাব ১৩ রান করেছেন। বিপক্ষ দলের কাজল ১৪ রানে ৩টি ও তাসিম ৩ রানে ৩টি উইকেট লাভ করেন।