মহানগর পাইকারী কাঁচামাল ব্যবসায়ী সমিতির অ্যাডহক কমিটি ঘোষণা

আপডেট: জানুয়ারি ২৭, ২০২৪, ১১:১১ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:রাজশাহী মহানগর পাইকারী কাঁচামাল ব্যবসায়ী সমিতির কার্যনির্বাহী কমিটির সভাপতি-সম্পাদকসহ নির্বাহী কমিটির কর্মকাণ্ড নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সাধারণ সদস্য ও সাবেক নেতারা। মাস্টারপাড়া কাঁচাবাজরের একটি ভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে বর্তমান কমিটির অবসান চান তারা। নির্বাচনের মাধ্যমে কার্যনির্বাহী কমিটি গঠনের দাবি তোলেন সাধারণ সদস্যরা।

শনিবার (২৭ জানুয়ারি) সংবাদ সম্মেলন করে তারা। ১৪ সদস্য বিশিষ্ট একটি অ্যাডহক কমিটির নাম ঘোষণা করেন আয়োজকরা। সংবাদ সম্মেলনে বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, ক্রীড়া সম্পাদক সাগর ও দপ্তর সম্পাদক মজিবর ছাড়াও সাবেক সভাপতি-সম্পাদকসহ প্রায় শ’দুয়েক সদস্য উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রাক্তন কমিটির (২০১৬) সভাপতি আনোয়ার হোসেন দিপক ও বর্তমান আহ্বায়ক কমিটির আহ্বায়ক গোলাম মুর্তুজা।

বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়া সাপেক্ষে গঠণতন্ত্রনুযায়ী নির্বাচন আয়োজনে ব্যর্থ হওয়া, আয়-ব্যয়ের হিসেব না দেওয়া, সাধারণ সভার আয়োজন না করা, সাধারণ সদস্যদেরকে সুবিধা বঞ্জিত রাখাসহ আরও বেশকিছু অভিযোগ উত্থাতন করে গত ২০-০১-২০২১ ইং তারিখে রাজশাহী বিভাগীয় শ্রম দফতরে পরিচালক বরাবর একটি লিখিত অভিযোগ দেন তারা। কিন্তু আজ অবদি অবৈধ কমিটির সর্বোচ্চ নেতারা নির্বাচন আয়োজনের কোন প্রকার উদ্যোগ নেয়নি।

যার প্রেক্ষিতে বর্তমান নির্বাহী কমিটিকে অবৈধ ও বিলুপ্তি ঘোষণাপূর্বক নতুন করে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ১৪ সদস্য বিশিষ্ট একটি অ্যাডহক কমিটি গঠন করে সুবিধাবঞ্চিত সদস্যরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ