মহানগর যুবদলের ২৪নং ওয়ার্ডের কর্মিসভা অনুষ্ঠান

আপডেট: জানুয়ারি ১৯, ২০২৫, ২:৫৪ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি :


বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহির কমিটির নির্দেশকর্মে রাজশাহী মহানগর যুবদল অধীনস্ত ওয়ার্ড ইউনিট শক্তিশালী ও কমিটি গঠন করার লক্ষ্য ২৪ নং ওয়ার্ড যুবদলের কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) বিকেল ৩ টায় নগরীর ২৪ নং ওয়ার্ডের সাধুর মোড়ে কর্মিসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর যুবদলের আহ্বায়ক মোহাম্মদ মাফুজুর রহমান রিটন।

প্রধান বক্তব্য হিসেবে বক্তব্য রাখেন, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শরিফুল ইসলাম জনি। সভাপতিত্ব করেন মহানগরের যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি। বক্তব্য রাখেন, যুবদলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর যুবদল সদস্য মাসুদুল হক মৃধা, রফিকুল ইসলাম রফিক, মো. বাবু, মো. রাজু, পিয়াস, পলাশ প্রমূখ।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version