রবিবার, ৪ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ অফিস
মহানন্দা নদী খনন, দুষন ও দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন –
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদী খনন, দুষণ ও দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন সেভ দ্য নেচার। শহরের রেহাইচর এলাকায় মহানন্দা নদী গর্ভে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর দৈর্ঘ্য প্রায় ৯৫ কিলোমিটার। হিমালয়ের পাদদেশে বাংলাদেশের অবস্থান হওয়ায় প্রতিবছর বর্ষা মৌসুমে উজান থেকে বিপুল পরিমান পলি আসে। কিন্তু ভারতীয় অংশে মহানন্দা নদীতে বাঁধ দেয়ার কারণে পানির প্রবাহ সারা বছরই কম থাকে। স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ায় ভরাট হয়ে এ নদী এখন মৃতপ্রায়। তাই অবিলম্বে জেলার মিঠা পানির উৎস ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ মহানন্দা নদী খনন করে এর নাব্যতা ফিরিয়ে আনা, নদীর তীর দখল বন্ধ, সুয়েরেজের পানিতে নদী দূষণ বন্ধ করতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার দাবি জানান তারা।
ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, সাধারণ সম্পাদক কামাল উদ্দীন, সমাজ সেবক সফিকুল আলম ভোতা, সাংবাদিক আনোয়ার হোসেন দিলু, চাঁপাইনবাবগঞ্জ সেভ দ্য নেচারের সমন্বয়ক রবিউল হাসান, সদস্য শহীদুল হুদা অলক, ডাবলু কুমার ঘোষ প্রমুখ।
মহানন্দা নদীকে দখল ও দুষণমুক্ত করার দাবিতে মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জ অফিস
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদী খনন, দুষণ ও দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন সেভ দ্য নেচার। শহরের রেহাইচর এলাকায় মহানন্দা নদী গর্ভে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর দৈর্ঘ্য প্রায় ৯৫ কিলোমিটার। হিমালয়ের পাদদেশে বাংলাদেশের অবস্থান হওয়ায় প্রতিবছর বর্ষা মৌসুমে উজান থেকে বিপুল পরিমান পলি আসে। কিন্তু ভারতীয় অংশে মহানন্দা নদীতে বাঁধ দেয়ার কারণে পানির প্রবাহ সারা বছরই কম থাকে। স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ায় ভরাট হয়ে এ নদী এখন মৃতপ্রায়। তাই অবিলম্বে জেলার মিঠা পানির উৎস ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ মহানন্দা নদী খনন করে এর নাব্যতা ফিরিয়ে আনা, নদীর তীর দখল বন্ধ, সুয়েরেজের পানিতে নদী দূষণ বন্ধ করতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার দাবি জানান তারা।
ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, সাধারণ সম্পাদক কামাল উদ্দীন, সমাজ সেবক সফিকুল আলম ভোতা, সাংবাদিক আনোয়ার হোসেন দিলু, চাঁপাইনবাবগঞ্জ সেভ দ্য নেচারের সমন্বয়ক রবিউল হাসান, সদস্য শহীদুল হুদা অলক, ডাবলু কুমার ঘোষ প্রমুখ।