সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
গোমস্তাপুর প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহানন্দা নদীতে গতকাল শুক্রবার দুপুরে গোসল করতে নেমে রকি (৮) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। নিখোঁজ রকি শিবগঞ্জ পৌর এলাকার চক দৌলতপুর গ্রামের রুবেল আলির ছেলে। সে তার দাদীর বাড়ি বেড়াতে এসেছিল।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারি পরিচালক অহেদুল ইসলাম জানান, শিশু রকি গতকাল শুক্রবার দুপুরে রহনপুর (মকরমপুর) এলাকার মহানন্দা নদীতে গোসল করতে নেমে ¯্রােতের তোড়ে পানিতে তলিয়ে যায়। ঘটনাটি স্থানীয়রা জানতে পেরে ফায়ার সার্ভিসকে খবর দিলে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। এদিন সন্ধ্যা ৭টা পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায় নি। এদিকে তীব্র ¯্রােতের কারণে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান পরিত্যক্ত ঘোষণা করে।