বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করার অভিযোগে খুলনায় পুলিশ কার্যালয়ে ঢুকে এক যুবককে মারধর করেছেন বিক্ষুব্ধ জনতা। বুধবার দিনগত রাত পৌনে ১২টার দিকে মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে আইনশৃঙ্খলা বাহিনী জানায়, পিটুনিতে আহত যুবক বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয়রা জানান, ফেসবুকে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি করেন কলেজশিক্ষার্থী ওই যুবক। বুধবার রাত পৌনে ৮টার দিকে কয়েকজন শিক্ষার্থী তাকে খুঁজে বের করে সোনাডাঙ্গায় খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-কমিশনারের (সাউথ) কার্যালয়ে নিয়ে যান।
বিষয়টি জানাজানি হলে জনতা গিয়ে ওই কার্যালয় ঘেরাও এবং বিক্ষোভ শুরু করেন। অভিযুক্তকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি করে বিক্ষোভ করতে থাকেন। খবর পেয়ে সেনা ও নৌবাহিনীর সদস্যরা সেখানে গিয়ে তাদের শান্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে রাত পৌনে ১২টার দিকে উত্তেজিত জনতা ওই কার্যালয়ে ঢুকে ওই যুবককে মারধর করেন।
কেএমপির উপ-কমিশনার (সাউথ) তাজুল ইসলাম জানান, আটক যুবককে আদালতের মাধ্যমে বিচারের আওতায় আনার ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিক্ষোভকারীদের আশ্বাস দেওয়া হয়। তারপরও তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন