মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:
মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর) একক বর্ণাঢ্য তথ্যচিত্র প্রদর্শনী হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক। তিনি বলেন, যে দ্বিজেন বাবুর এই বর্ণাঢ্য তথ্যচিত্র প্রদর্শনীর প্রতিটি পোস্টার (ফ্যাস্টুন) এক একটি মহাকাব্য। আমার ৮৬ বছর বয়সে অদ্যাবধি বহু দেশ ঘুরে বহু প্রদর্শনী দেখেছি কিন্তু এরূপ বিলাশবহুল বর্ণাঢ্য তথ্যবহুল প্রদর্শনী আমি জীবনে কোথাও দেখিনি। (প্রসঙ্গত উল্লেখ্য যে এই প্রদর্শনীতে ছিলো ৩’দ্ধ৫’ মাপের ১১২ টি ফ্যাস্টুন এবং ১’দ্ধ৫’ মাপের ১১২ টি ফ্যাস্টুন। বঙ্গবন্ধু কর্নারসহ বিশ্বের শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি-ইতিহাস-ঐতিহ্যের বহু বিষয় এখানে ঠাঁই পেয়েছে।)
বিশেষ অতিথি ছিলেন, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড, বিধান চন্দ্র দাস, রাজশাহী কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক ড. মোছা, নূরজাহান বেগম। প্রদর্শনীটি সকাল ৮:’৩০মি. থেকে বিকেল ৫ ঘটিকা পর্যন্ত খোলা ছিল।