রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:
মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাজশাহী জেলার বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর পক্ষে জেলার দাযিত্ব প্রাপ্ত সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) সহযোগি সংস্থার সদস্যদের নিয়ে রাজশাহী ভূবন মোহন পার্কে অবস্থিত স্মৃতি স্তম্ভে বীর শহীদদের প্রতি ফুলেল তোরা অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনকালে শহিদ বেদিতে বীর শহদীদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
শ্রদ্ধা নিবেদনকালে লফস এর নির্বাহী পরিচালক ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সাবেক নির্বাহী কমিটির সদস্য শাহনাজ পারভীন, সংস্থার কোষাধক্ষ শহিদুর রহমান, নির্বাহী সদস্য সেকেন্দার হোসেন, প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, প্রোগ্রাম এসিসটেন্ট টুম্পা পাল, প্রশিক্ষক পরশ সহ সহযোগি সংস্থা নিকুঞ্চ বস্তি উন্নয়ন সংস্থা (নিবুস) এর নির্বাহী পরিচালক জাকির হোসেন ও রাজশাহী জেলার বিএনএফ এর সদস্য সংস্থাসমূহের প্রতিনিধিগন অংশ গ্রহন করে।