শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি :
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে দিবসটি পালন করছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা কর্মচারীরা। আজ বুধবার (২৬মার্চ) বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয় সহ বিএমডিএর সকল দপ্তরে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে জাতির শ্রেষ্ঠ সন্তানদের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জোহর জাতির শান্তি, সমৃদ্ধ, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে দোয়া করেন বিএমডিএর কর্মকর্তা কর্মচারীগণ।
এসময় উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী শিবির আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জিন্নুরাইন খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শমসের আলী, (রাজ-২০৮৮)সভাপতি মুজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দোয়াই অংশগ্রহণ করেন।
দোয়া পরিচালনা করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের পেশ ইমাম এস.এম রফিকুল ইসলাম।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয় রাজশাহী বরেন্দ্র ভবনে ও সকল জোন ও রিজিয়ন অফিসে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় দিবসটি। এদিকে বিএমডিএ প্রধান কার্যালয়সহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সকল কার্যালয়ে আলোকসজ্জা সাজানো হয় ।