মহান স্বাধীনতা দিবস ক্রিকেট ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন

আপডেট: মার্চ ২৩, ২০২৫, ১১:৩৬ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:

জেলা প্রশাসনের সহযোগিতায় ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ২৬মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযুক্ত স্মৃতি স্টেডিয়ামে ও জিমনাসিয়ামে  ক্রিকেট ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। রোববার (২৩মার্চ) সকালে জেলা ক্রীড়া অফিসার ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রতিযোগিতা দুটির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহিনুল হাসান।

এর আগে তিনি খেলোয়াড়দের সাথে পরিচিতি হন ও খেলাধুলার উন্নয়নের জন্য প্রশাসনের পক্ষ থেকে সব সময় সহযোগিতা করা হবে বলে আশ^াস দেন।
এ সময় যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক এটিএম গোলাম মাহবুব, ক্রীড়া পরিদফতরের সাবেক উপ-পরিচালক আখতারুজ্জামান রেজা তালুকদার, বাস্কেটবল ফেডারেশনের সাবেক সহ-সভাপতি খায়রুল আলম ফরহাদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য তৌফিকুর রহমান রতন, সদস্য ও সাংবাদিক ডালিম হোসেন শান্ত, জেলা প্রশাসনের সহকারী কমিশনারবৃন্দসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version