মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা রাজশাহী-নওগাঁ মহাসড়কে মোহনপুরে এক বছরে সড়কে নিহত ২২ জন

আপডেট: জানুয়ারি ২৬, ২০২৪, ৯:২০ অপরাহ্ণ


মোহনপুর প্রতিনিধি:রাজশাহী-নওগাঁ মহাসড়কে একের পর এক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা প্রতিরোধে স্থানীয় সাংবাদিকদের উদ্যোগ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী রাজশাহী-নওগাঁ মহাসড়কে মোহনপুর উপজেলায় ২০২৩ সাল জানুয়ারি থেকে ২০২৪ সালের শুক্রবার (২৬ জানুয়ারি) দিন পর্যন্ত সড়ক নিহত হয়েছেন ২২ জন।

শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেলে কেশরহাট কেএন কফি হাউসে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক রফিকুল আলম সোহেল। এতে প্রধান অতিথি ছিলেন, শিক্ষানুরাগী ও সমাজকর্মী দেলোয়ার হোসেন, মোহনপুর উপজেলা ট্রাফিক জোন ইনচার্জ টিআই রবিউল ইসলাম, ট্রাফিক সার্জেন্ট আব্দুর রাজ্জাক, মোহনপুর থানার এসআই সাখাওয়াত হোসেন, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নিতাই চন্দ্র ঘোষ, দৈনিক সোনার দেশ পত্রিকার মোহনপুর উপজেলা প্রতিনিধি মোস্তফা কামাল, জাতীয় দৈনিক নববাণী পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার রুবেল সরকার,

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব প্রেসিডিয়াম সদস্য জাতীয় দৈনিক গণমুক্তি পত্রিকার রাজশাহী ব্যুরো মাজাহারুল ইসলাম চপল, সহ-সভাপতি দৈনিক ডেসটিনি পত্রিকা জেলা প্রতিনিধি আলাউদ্দিন মন্ডল, সহ-সভাপতি ও দৈনিক আজকের বসুন্ধরা প্রতিকার স্টাফ রিপোর্টার আনসার তালুকদার স্বাধীন, সাংগঠনিক সম্পাদক ও জাতীয় দৈনিক ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার স্টাফ করসপন্ডেন্ট মানবাধিকারকর্মী মো শাহীন সাগর, দৈনিক নতুন প্রভাত মোহনপুর প্রতিনিধি মুত্তাকিন আলম সোহেল, জাতীয় দৈনিক বর্তমান খবর জেলা প্রতিনিধি এফ ডি আর ফয়সাল, দৈনিক আজকের জনবানি পত্রিকার মোহনপুর প্রতিনিধি রতন মাস্টার,

পদ্মাটাইমস ২৪.কম নিজস্ব প্রতিবেদক রায়হানুল হক রিফাত, উত্তরা প্রতিদিন মোহনপুর প্রতিনিধি শরিফুল ইসলাম প্রমূখ। সভায় সড়ক দুর্ঘটনারোধে করনীয় নানা বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ