মহাসড়ক জুড়েই হাটবাজার, বাড়ছে প্রাণহানি!

আপডেট: জানুয়ারি ২৭, ২০২৪, ৯:৪৫ অপরাহ্ণ


মোস্তফা কামাল, মোহনপুর:সড়ক দুর্ঘটনায় প্রাণহানির অন্যতম রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক। মৃত্যু আতঙ্ক নিয়েই এ সড়কে চলাচল করে নিয়োমিত চলাচলকারিরা। রাস্তা প্রশস্তকরণ হলেও বেড়েছে অবৈধ দখল ও অবৈধ স্থাপনা নির্মাণ। মহাসড়কের উপর বসছে একাধিক বাঁশের হাট। এছাড়াও ট্রাফিক আইন অমান্য করে যত্রতত্র যানবাহন পার্কিংসহ একই দিন মহাসড়ক জুড়ে বিশাল আয়োতনের ৪টি হাট-বাজার বসার ফলে মহাসড়কটি প্রাণহানির কবলে ভুগছে। স্থানীয় প্রশাসনের নাকের ডগায় মহাসড়ক জুড়ে এসব হাট-বাজার বসলেও প্রতিকারের উদ্যোগ নেই বলে স্থানীয়দের দাবি।

অনুসন্ধানে জানা গেছে, রাজশাহী-নওগাঁ মহাসড়ক রাজশাহী অঞ্চলের সড়ক দুর্ঘটনা প্রবণ এলাকা হিসেবে পরিচিত। আর মহাড়ক জুড়েই প্রতি সপ্তাহে শনি ও বুধবার বসে প্রসিদ্ধ কেশরহাটসহ ৪টি বিশাল হাট। এমনিতেই এসকল হাটবাজারের বিভিন্ন দ্রব্যাদি বিক্রয়ের জায়গা সংকুলান হয়না। এরপরও রয়েছে প্রভাবশালীদের অবৈধ দখদারি। একারণে হারাচ্ছে হাটবাজারের একাধিক পট্টি। অবশেষে মহাসড়কেই ঠাঁই হয় খড়. ছনসহ ঝুঁকিপূর্ণ বাঁশের হাট।

তবে প্রতি বছর এসকল হাটবাজার কোটি কোটি টাকায় ইজারা বন্দোবস্ত হলেও হাটের জায়গা প্রসারণের উদ্যোগ নেই বলে স্থানীয়রা অভিযোগ। এসব হাটবাজারের অবৈধ গাড়ি পার্কিংয়ের কারণে তীব্র যানজট লেগেই থাকে। মহাসড়কে কর্মরত সল্প সংখ্যক ট্রাফিক বিভাগের নিরলস পরিশ্রমেও যানজটমুক্ত দেখা যায়না যানজটমুক্ত মহাসড়ক। এজন্য কার্যকরী ব্যবস্থাগ্রণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবী জানান এলাকাবাসী।

মহাসড়কে চলাচলকারি কেশরহাট পৌরসভার হরিদাগাছি মহল্লার আকবর হোসেন বলেন, রাজশাহী-নওগাঁ মহাসড়ক মোহনপুর জুড়ে দুর্ঘটনা প্রবণ এলাকা। প্রায় সময় ছোট বড় অশংখ্য দুর্ঘটনা ঘটে। প্রাণহাণি ঘটে অনেক মানুষের। এর পরও মহাড়ক জুড়ে সকল হাটবাজার বসে। এমনকি বাঁশের হাটও বসে মহাসড়কে। সরকার প্রতি বছর হাটবাজার ইজারাই কোটি কোটি রাজস্ব পেলেও নেই হাটবাজার প্রশস্তকরণের বাস্তব উদ্যোগ।

কেশরহাট পৌর সভার মেয়র শহিদুজ্জামান বলেন, মহাসড়ক ব্যস্ততম। হাটবাজার মহাসড়ক সংলগ্ন এটাও বাস্তব। বাঁশ মুলত মহাসড়কের নিচেই কেনাবেচা হয়ে থাকে। বর্ষাকালে বাঁশহাটা পানিতে তলিয়ে যায়। স্থানীয় জনসাধারণ এবং পানচাষিদের চাহিদা পুরণের জন্য কিছুদিন সড়কের ধারে বাঁশ কেনাবেচা লক্ষ্য করা যায়। এ অবস্থা উত্তোরনের জন্য জায়গা অধিগ্রহণের প্রক্রিয়াই আছে। আর অবৈধ স্থাপনা উচ্ছেদ করবে সরকার এজন্য মহাসড়কের উপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য জেলাপ্রশাসক বরাবর আবেদন দেয়া আছে। জনসেচতনাতা মুলক প্রশিক্ষণ জরুরী।

শুক্রবার (২৬ জানুয়ারি) কেশরহাট কে এন এস কফি হাউসে রাজশাহী-নওগাঁ মহাড়কে মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে আয়োজিত মতবিনিময় সভায় মোহনপুর ট্রাফিক জোনের টিআই রবিউল ইসলাম মহাড়কে সড়ক দুর্ঘটনার বর্ণনায় বলেন, মহাসড়কের উপর হাটবাজার, অদক্ষ চালকের কারণে মোহনপুরে সড়ক দুর্ঘটনা লক্ষ্য করা যায়। যা স্বল্প জনবল নিয়ে নিরসনের চেষ্টা করা হয়। পাশপাশি সকল যানবাহনের চালকসহ সর্বসাধারণেকে সচেতন হওয়ার আহব্বান জানান তিনি।স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী রাজশাহী-নওগাঁ মহাসড়কে মোহনপুর উপজেলায় ২০২৩ সাল জানুয়ারি থেকে ২০২৪ সালের শুক্রবার (২৬ জানুয়ারি) দিন পর্যন্ত সড়ক নিহত হয়েছেন ২২ জন।

এ বিভাগের অন্যান্য সংবাদ