মহা ফান টিভির ইউটিউবার মিথুন ঢাকায় গ্রেপ্তার

আপডেট: জানুয়ারি ২৬, ২০২৩, ১১:১৯ অপরাহ্ণ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের ইশ্বরদেবত্তর (কালাইডাঙ্গা) গ্রামের মহা ফান ও বিজি টিভির পরিচালক মতিউর রহমান মিথুনকে গ্রেপ্তার করেছে ঢাকা সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট। মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাজধানী ঢাকার রমনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মতিউর রহমান মিথুন নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের ইশ্বরদেবত্তর (কালাইডাঙ্গা) গ্রামের রজব আলীর ছেলে।

জানা যায়, মিথুন ফানি ভিডিওর নামে অশ্লীল, আপত্তিকর, কুরুচির্পূর্ন ভিডিও তৈরী করে আসছিলো। যা ইন্টারনেটে অস্বস্তি ও দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করে। এছাড়াও বাংলাদেশের বিচার বিভাগ নিয়ে বিভ্রান্তিকর ও অপ্রাপ্ত ছেলেমেয়েদের অংশগ্রহণের মাধ্যমে যৌন উত্তেজনা সৃষ্টিকারী বিভিন্ন ভিডিও’র মাধ্যমে মেয়েদের প্রতি অসম্মান জনক ভিডিও তৈরী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে আসছিলেন তিনি। এই বিষয়ে নেটিজেনদের তথ্যের ভিত্তিতে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের এসি ধ্রুব জ্যোতির্ময় গোপ এর নেতৃত্বে ইন্টারনেট রেফারেল টিম এই ইউটিউবারকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

এদিকে মিথুনের গ্রেপ্তারের ঘটনা জানাজানি হলে উপজেলার বিভিন্ন গ্রামে ও সচেতন মহলে স্বস্তি ফিরে এসেছে। কয়েকজন অভিভাবকের সাথে কথা বলে জানা গেছে, ইউটিউব ও ফেসবুকে যেভাবে কুরুচির্পূর্ন ভিডিও ছাড়া হতো তাতে স্কুল, কলেজগামী ছেলে ও মেয়েরা বিপথগামী হচ্ছিলো। তার গ্রেপ্তারের খবরে তারা খুশি।

ইশ্বরদেবত্তর গ্রামের বাসিন্দা এমাজ উদ্দিন বলেন, ফানি ভিডিও’র নামে তারা গ্রামে একটা স্টুডিও তৈরী করেছিলো। এখানে তারা যা শুরু করেছিল তাতে গ্রামে টিকাই যাচ্ছিল না। এদের কারনে গ্রাামের তিনটা মেয়ে লেখা-পড়া েেছেড় অন্যের হাত ধরে চলে গেছে। গ্রেপ্তার হয়েছে শুনে খুব ভালো লাগছে।

ঘটনা জানতে নিয়ামতপুর থানার তদন্ত কর্মকর্তা ফইম উদ্দিনের সাথে যোগাযোগ করা করা হলে বিষয়টি তিনি এখনও অবগত নন বলে জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ