মহিলা কলেছে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

আপডেট: ডিসেম্বর ৮, ২০২৪, ২:৪৩ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি :


রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী-এর সপ্তাহব্যাপী “বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪ এর উদ্বোধন হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) সকালে কলেজ মিলনায়তনে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

সপ্তাহব্যাপী এই প্রতিযোগিতার বিষয়গুলি হলো- ক্বেরাত, হামদ্্/নাত, আবৃত্তি, বক্তৃতা, অভিনয়, আধুনিক গান, লোকগান ও নৃত্য। আয়োজনের সভাপতি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা ফিতা কেটে এ প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন। ধর্মগ্রন্থ পাঠ, জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় উদ্বোধনী আয়োজন। মুক্তিযুদ্ধ এবং বৈষম্যবিরোধী আন্দোলনে যারা ভূমিকা রাখেন তাদের শ্রদ্ধা জানানো হয়।

আয়োজনের সভাপতি অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা বলেন, ‘পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের প্রতিভা ও মননশীল কার্যক্রমকে বিকশিত করার জন্য প্রতিবছরই এই ধরনের আয়োজন করা হয়ে থাকে।

আমি গর্ববোধ করি, এ কলেজের শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকান্ডে ধারাবাহিকভাবে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে। ভবিষ্যতে তারা নিজস্ব কর্মকান্ডের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে স্ব-স্ব প্রতিভা কাজে লাগিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখবে।

এ আয়োজনে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর জেসমিন আকতার, এডুকেশন ক্যাডার্স কাউন্সিলের সম্পাদক জনাব মোঃ তোফাজ্জল হোসেন মোল্লা, বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪ এর আহ্বায়ক মোঃ মোজাফফার হোসাইন এবং বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ। উদ্বোধনী এ আয়োজন সঞ্চালনা করেন অর্থনীতি বিভাগের প্রভাষক জনাব সরকার রাহ্নুমা আফরোজ।

এ বিভাগের অন্যান্য সংবাদ