মহিলা কলেজের অধ্যক্ষ জুবাইদার বিদায় সংবর্ধনা

আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০২৫, ৯:০৬ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি


রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা-এর পি.আর.এল জনিত বিদায় সংবর্ধনা কলেজের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়।

বুধবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডুকেশন ক্যাডার্স কাউন্সিলের সম্পাদক মো. তোফাজ্জল হোসেন মোল্লা, সকল বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারি ও শিক্ষার্থীবৃন্দ।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজ, নিউ গভঃ ডিগ্রী কলেজ, সরকারি সিটি কলেজ, টিচার্স ট্রেনিং কলেজ, শহীদ বুদ্ধিজীবী কলেজসহ রাজশাহীস্থ বিভিন্ন সরকারি কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ। উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে আলোচনার এক পর্যায়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সকলে বিদায়ী অধ্যক্ষের কর্মজীবন ও ব্যক্তিজীবন নিয়ে ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবনের জন্য সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন। অবসর সময়ে দেশ ও জাতির কল্যাণে নিবেদিত থেকে কাজ করার জন্য সকলে তাঁকে অনুপ্রাণিত করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. মতলেবুর রহমান সরদার ও দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমাতুজ্জোহরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ