শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি :
রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী-এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জেলহত্যা দিবস পালিত হয়েছে। দিবসের শুরুতেই সকাল ৯:১৫ মিনিটে কলেজ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং শোক র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রীরা অংশগ্রহণ করেন।
সকাল ৯:৪৫ মিনিটে জাতীয় নেতা শহীদ এএইচএম কামারুজ্জামান এর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা, প্রধান সমন্বয়ক ছিলেন, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. নাজনীন সুলতানা এবং উপস্থিত ছিলেন এডুকেশন ক্যাডার্স কাউন্সিলের সম্পাদক মো. তোফাজ্জল হোসেন মোল্লা, সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক মো. মোজাফফার হোসাইন এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারিবৃন্দ।
সকাল ১০:১৫ মিনিটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন, এ কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা। আলোচনা সভায় বক্তাগণ শিক্ষার্থীদের মাঝে এ দিবসের তাৎপর্য এবং জাতি গঠনে ৪ নেতার অবদান সম্পর্কে আলোচনা করেন এবং তাঁদের অকাল জীবনাবসানের জন্য শোক প্রকাশ করেন। সবশেষে তাঁদের দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয় রুহের মাগফিরাত কামনা করে ।