মহিলা কলেজের শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

আপডেট: ডিসেম্বর ১৪, ২০২৩, ২:১৬ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি :


রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী-এর উদ্যোগে শহিদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। দিবসের কর্মসূচি হিসেবে জাতীয় পতাকা উত্তোলন ও সকাল ৯ টায় সকলের উপস্থিতিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শহিদ মিনারে স্বাধীনতা যুদ্ধের সকল শহিদ ও দেশের শ্রেষ্ঠসন্তান শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ, দেয়ালিকা উন্মোচন এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা। এ সময় উপস্থিত ছিলেন, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. নাজনীন সুলতানা, এডুকেশন ক্যাডার্স কাউন্সিলের সম্পাদক জনাব মো. তোফাজ্জল হোসেন মোল্লা এবং শহিদ বুদ্ধিজীবী দিবস পালন কমিটির আহ্বায়ক জনাব মো. মোজাফফার হোসাইন। অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. আকতারুজ্জামান শেখ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক সৈয়দা গুলশান ফেরদৌসসহ আরো অনেকে।

বক্তাদের বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ও বুদ্ধিজীবী হত্যার প্রকৃত চিত্র ফুটে উঠে। সভাপতি তাঁর বক্তব্যের মাধ্যমে নতুন প্রজন্মকে মেধা ও মননে সমৃদ্ধ হয়ে শহীদ বুদ্ধিজীবীদের শুণ্যস্থান পূরণের জন্য আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক জনাব সরকার রাহ্নুমা আফরোজ। সবশেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় অত্র কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক জনাব মোঃ শামসুজ্জোহা-র দোয়া পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

এ বিভাগের অন্যান্য সংবাদ