মহিলা কলেজের ৬তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাসিক মেয়র

আপডেট: জানুয়ারি ২৮, ২০২৪, ২:৫৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :রাজশাহী সরকারি মহিলা কলেজের ছয়তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রোববার (২৮ জানুয়ারি) বেলা ১২টায় মহিলা কলেজ প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছয়তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ফলক উন্মোচন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। ফলক উন্মোচন শেষে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অর্থনীতি বিভাগের প্রফেসর মো. শামসুজ্জোহা।

উল্লেখ্য, সরকারি কলেজসমূহে বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ প্রকল্প (ফোসেপ)-এর অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর বাস্তবায়নাধীন মহিলা কলেজের ছয়তলা বিশিষ্ট এ ভবনের নির্মাণ কাজ বাস্তবায়ন করছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।

ছয়তলার এই একাডেমিক ভবন নির্মাণে ব্যয় ধরা হয় প্রায় ১০ কোটি টাকা।
কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকার সভাপতিত্ব্ েঅনুষ্ঠিত ফলক উন্মোচনে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. নাজনীন সুলতানা, শিক্ষক পরিষদ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন মোল্লা, ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর তৌহিদুল ইসলাম, বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. আকতারুজ্জামান শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।