মহিলা কলেজ প্রাঙ্গনে শীতবস্ত্র বিতরণ

আপডেট: জানুয়ারি ৮, ২০২৫, ৩:০৫ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি :


বুধবার (৮ জানুয়ারি) রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী-তে “বিএনসিসি প্লাটুন, রোভার স্কাউট ইউনিট, রেঞ্জার ইউনিট ও রেড ক্রিসেন্ট কর্তৃক শীতবস্ত্র বিতরণ” কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা।

এ সময় উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ প্রফেসর জেসমিন আকতার, এডুকেশন ক্যাডার্স কাউন্সিলের সম্পাদক জনাব মো. তোফাজ্জল হোসেন মোল্লা ও সকল বিভাগের বিভাগীয় প্রধানসহ অন্যান্য শিক্ষক। আরও উপস্থিত ছিলেন, বিএনসিসি প্লাটুন কমান্ডার মানসুরা খাতুন, রোভার স্কাউট ইউনিট-এর আরএসএল জান্নাতুল ফেরদৌস, রেড ক্রিসেন্টের কর্মকর্তা মোসা. কামরুন্নাহার খাতুন এবং রেঞ্জার ইউনিট-এর গাইডার ফাতেমাতুজ্জোহরাসহ সংশ্লিষ্ট ইউনিটের শিক্ষার্থীরা। অধ্যক্ষ তাঁর বক্তব্যে আর্ত-মানবতার সেবায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করার জন্য শিক্ষার্থীদের প্রতি উদাত্ত আহ্বান জানান এবং এ কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ