রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (২৫ ই জানুয়ারি) বিকাল ৪:৩০ মিনিটে নগরীর সাগরপাড়া পাড়া কমিটিতে উদ্বুদ্ধকরণ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কল্পনা রায়। সভা সঞ্চালনা করেন লিগ্যাল এইড সম্পাদক শিখা রায়। সামাজিক নৈতিকতার অবক্ষয় নিয়ে আলোচনা করেন সাংগঠনিক সম্পাদিকা আলীমা খাতুন লিমা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাগরপাড়া কমিটির যুগ্ম সম্পাদক রুবাইয়া বেগম, সদস্য নির্ঘাত সুলতানা, তরুণী সদস্য নূরজাহান এশা, যুথী, তামিম ইকবাল অর্পিতা প্রমুখ।
সভায় সভাপতি বক্তব্যে বলেন, মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের সার্থকতা আসুন আমরা সবাই মানুষের পাশে দাঁড়াই। তবে আমাদের সমাজ এবং দেশ এগিয়ে যাবে।