শনিবার, ১৪ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:
বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার উদ্যোগে বাংলাদেশ মহিলা পরিষদের প্রস্তাবিত অভিন্ন পারিবারিক আইন ইউনিফর্ম ফ্যামিলি কোড শীর্ষক এক কর্মশালার আয়োজন করা হয়। সোমবার (১২ মে) বিকাল ৪টায় বড়গাছীতে এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কল্পনা রায়। স্বাগত বক্তব্য রাখেন লিগ্যাল এইড সম্পাদক শিখা রায়। অন্যান্যদের মধ্যে আলোচনা করেন প্রশিক্ষণ সম্পাদক সেলিনা বানু, বড়গাছী কমিটির সাধারণ সম্পাদক রহিমা বেগম প্রমূখ। সঞ্চালনায় ছিলেন, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আলিমা খাতুন।
এই কর্মশালায় প্রস্তাবিত অভিন্ন পারিবারিক আইন ইউনিফর্ম ফ্যামিলি কোড শীর্ষক কর্মশালায়-১. প্রস্তাবিত অভিন্ন দত্তক/পোষ্য সন্তান গ্রহণ আইন এর বৈশিষ্ট্য ২. প্রস্তাবিত অভিন্ন উত্তরাধিকার আইন এর বৈশিষ্ট্য ৩. প্রস্তাবিত অভিন্ন ভরণ পোষণ আইনের বৈশিষ্ট্য ৪. প্রস্তাবিত অভিন্ন অভিভাবক ও প্রতিপালন আইনের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়। শেষে সভাপতি বলেন,ক্যারিয়ার গড়ার পাশাপাশি দেশ ও সকলের সমাজ কল্যাণ মূলক কাজে এগিয়ে আসতে হবে। সাহসিকতার সাথে সকল ধারা অতিক্রম করে স্বপ্নের পথে হাঁটতে হবে। সঠিক প্রস্তুতি শুধু নিজেকে নয় তরুণ সমাজকে রাষ্ট্রকে নিয়ে যাবে অন্যান্য সাফল্যের পথে।