মহিলা পরিষদের কর্মিসভা অনুষ্ঠিত

আপডেট: অক্টোবর ২২, ২০২৪, ৮:৪১ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি


সারাদেশে সংগঠনের শক্তি বৃদ্ধি করা এবং সংগঠনের কার্যক্রম পরিচালনা ও বিস্তৃতির লক্ষ্যে ‘বৈষম্যহীন সমাজ গঠনের পূর্বশর্ত নারী-পুরুষের সমতা’-এই স্লোগানকে সামনে রেখে সভার আয়োজন করা হয়।



বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (২২অক্টোবর) বিকাল ৪টায় মুন্সী ডাঙ্গার পাড়া কমিটিতে সাংগঠনিক পক্ষ ২৪- কর্মী সভায় সভাপতিত্ব করেন মুন্সিডাঙ্গার পাড়া কমিটির আহবায়ক রজুফা বেগম। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিলুফার আহমেদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আলিমা খাতুন ও লিগ্যাল এইড সম্পাদক শিখা রায় প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সংগঠনের স্বেচ্ছাসেবার অঙ্গীকারের পাশাপাশি ঘোষণাপত্র ও গঠনতন্ত্রের ভিত্তিতে সংগঠনের আদর্শকে সমুন্নত রাখা। সাম্প্রতিক সময়ে নারীদের আবার ঘরে বন্দি করার জন্য নারীর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি বিভিন্ন ঘটনায় আমরা লক্ষ্য করছি। নারীকে স্বাধীন চলাফেরা পোশাক সহ বিভিন্ন বিষয়ে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে হেনস্থা করা হচ্ছে।

সমাজকে এই দৃষ্টিভঙ্গি নিরসনে যুক্ত করার আন্দোলন গড়ে তুলতে হবে এবং পাশাপাশি সরকারকে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানাতে হবে। সভায় নতুন সদস্যপদ গ্রহণ করেন এবং নবায়ন করা হয়। সভায় উপস্থিত ছিলেন পাড়া কমিটির সদস্য ও জেলা কমিটির নেত্রীবৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version