মহিলা পরিষদের প্রাক-বাজেট বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ৮:৩১ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি


বাংলাদেশ মহিলা পরিষদ, রাজশাহী জেলা শাখার উদ্যোগে প্রাক-বাজেট (২০২৫-২০২৬) বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কল্পনা রায়। স্বাগত বক্তব্য রাখেন , রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার । সভাটি পরিচালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক আলিমা খাতুন।

রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকালে বরেন্দ্র মহাবিদ্যালয় মিলনায়তনে অন্যদের মধ্যে আলোচনা করেন অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, রাশেদ রিপন, পরিচালক পরিবর্তন, সাংবাদিক শরিফুল ইসলাম তোতা প্রমূখ।

বক্তারা বলেন, ১.বাংলাদেশের অর্ধেক নারী নারীর সার্বিক দিকে লক্ষ্য রেখে বাজেট প্রণয়ন করতে হবে,২. কৃষি খাতে অধিক শ্রম দিয়ে থাকে নারী তাদের অধিকার সংরক্ষণে বাজেটে খ্যাত রাখতে হবে। ৩. এ সরকার যেহেতু একটা সংস্কারের সরকার নারীদের বিভিন্ন দিক উন্নয়নের ক্ষেত্রে লক্ষ্য রেখে বাজেট প্রণয়ন করা ৪. সকল শিক্ষকদের বেতন অতীব নিম্ন পর্যায়ের শিক্ষা ক্ষেত্রে শিক্ষকদের অবশ্যই বেতন সহ নানাবিধ সুযোগ-সুবিধা বাজেটে রাখতে হবে ৫. বহির্বিশ্ব থেকে স্বাস্থ্য খাতে সহযোগিতা বন্ধ হয়ে গেছে স্বাস্থ্য খাতকে কিভাবে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় বাজেটে এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে

৬. নারীদের আয়রন অভাব জনিত সমস্যা নিরসনে সরকারকে বিনামূল্যে সমস্যা সমাধান করতে হবে ৭. বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থানে বাজেটে বৃদ্ধির করতে হবে হাতে-কলমে শেখার খাতকে গুরুত্ব দিতে হবে ৮. সরকারকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে যাতে দেশের বসবাসরত বিভিন্ন ধরনের নারী যুব সমাজ সহ অন্যান্য যেমন খাত অনুসারে বাজেট বিভক্তি করা ৯. নারীদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে প্রশিক্ষণ শেষে দেশের বাইরে যাওয়ার সুযোগ সহজলভ্যতা বাজেটে থাকতে হবে ১০. প্রবাসী নারী কর্মীদের স্বাস্থ্যঝুঁকি রক্ষায় বাজেট নির্ধারণ করতে হবে। ১১. গার্মেন্টস কর্মীদের স্বাস্থ্য ঝুঁকি কমানোর জন্য বাজেট বরাদ্ধ করতে হবে।

১২. নারী ও শিশু সুরক্ষার জন্য কেন্দ্রীয় বাজেট থাকতে হবে বিদেশের দিকে তাকিয়ে থাকলে হবে না ১৩. শ্রেণিভিত্তিক, পরিবার ভিত্তিক, নারী যেমন গার্মেন্টস, কৃষি রেশনিং ব্যবহার ব্যবস্থা রাখা,১৪, নিম্ন আয় বা অতি দরিদ্রদের সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য স্বাস্থ্য ও বিভিন্ন খাতে বাজেট বরাদ্দ রাখতে হবে।

সবার শেষে সভাপতি বলেন বাংলাদেশ মহিলা পরিষদ মনে করে নারীর সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় উন্নয়ন পরিকল্পনায় নারীর অংশীদারিত্ব ও অন্তর্ভুক্তির সাথে সাথে নারী পুরুষের সমতা নিশ্চিত করতে জেন্ডার বাজেট একটি অপরিহার্য বিষয়। বাংলাদেশ মহিলা পরিষদ প্রতিবছর জাতীয় বাজেট ঘোষণার পূর্বে এই কর্মসূচির আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। সকলের মতামতের জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্তি ঘোষণা করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ