মহিলা পরিষদের বিজয় দিবস উদযাপন

আপডেট: ডিসেম্বর ১৬, ২০২৩, ২:০৬ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি:


বাংলাদেশ মহিলা পরিষদ , রাজশাহী জেলা শাখার উদ্যোগে শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ৮.৩০ মিনিটে মহান মুক্তিযুদ্ধের সকল শ্রেণীর আত্মত্যাগীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে বঙ্গবন্ধু চত্বর আলুপট্টি মোড় থেকে এক বর্ণাঢ্য রেলি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভুবন মোহন পার্ক শহিদ মিনারে ফুলের ডালা দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। শহিদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

শহিদ মিনারের একপাশে বাংলাদেশ মহিলা পরিষদ সেখানে স্বল্প পরিসরে এক আলোচনা সভার আয়োজন করেন । সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কল্পনা রায় । স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার। কর্মসূচি পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক আলিমা খাতুন। অংশগ্রহণকারী ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার সদস্য বৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ