সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:বাংলাদেশ মহিলা পরিষদ , রাজশাহী জেলা শাখার উদ্যোগে বুধবার (২১ ফেব্রুয়ারি) মহান শহিদদের আত্মোৎসগের দিন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিন উপলক্ষে সকাল ৮ টায় মহান মুক্তিযুদ্ধের সকল শ্রেণির আত্মত্যাগীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে বঙ্গবন্ধু চত্বর আলুপট্টি মোড় থেকে এক প্রভাত ফেরি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভুবন মোহন শহিদ মিনারের বেদীতে ফুলের ডালা দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
শহিদদের শ্রদ্ধা জানাতে ১ মিনিট নীরবতা পালন করা হয়েছে। মিনারের একপাশে বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কল্পনা রায়, সাধারণ-সম্পাদক অঞ্জনা সরকারসহ জেলার অন্যন্য নেতৃবৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ১ মিনিট নীরবতা পালন করেন। সেখানে স্বল্প পরিসরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কল্পনা রায় । স্বাগত বক্তব্য রাখেন সহ-সাধারণ সম্পাদক নিলুফার আহমেদ । কর্মসূচি পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক আলিমা খাতুন। অংশগ্রহণকারী ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার সদস্য বৃন্দ।