মহিলা পরিষদের সংবাদ সম্মেলন

আপডেট: নভেম্বর ২৬, ২০২৩, ৮:২০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


বিশ্বে প্রতি বছর ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস’-২০২৩ পালিত হয়ে থাকে। এই কর্মসূচি পালনের লক্ষ্যে বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখা সংবাদ সম্মেলন করেছে। রোববার (২৬ নভেম্বর) সকাল ১০টায় নগরীর রাণীবাজার নিজস্ব কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলন থেকে জানানো হয়- ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে এগিয়ে আসুন, সহিংসতা প্রতিরোধে নিনিয়োগ করুন’এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ বিশ্বের অন্যান্য দেশের ন্যায় প্রতি বছর কেন্দ্র হয়ে তৃণমূল শাখা পর্যন্ত বিভিন্ন কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে এই পক্ষ পালন করে আসছে।

গণমাধ্যমের করণীয় বিষয়ে জানানো হয়। গণমাধ্যমে নারী ও কন্যার প্রতি সহিংসতার বিরুদ্ধে ব্যাপকভাবে প্রচারের ব্যবস্থা করতে হবে। জেন্ডারভিত্তিক শ্রম বিভাজনের সংস্কৃতি পরিবর্তনের জন্য গণমাধ্যমে প্রচার প্রচারণার উদ্যোগ গ্রহণ করতে হবে। নারী ও কন্যার প্রতি অনলাইনে সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারের লক্ষ্যে জন-সচেতনতা সৃষ্টিতে কাজ করতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি কল্পনা রায়, সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার, সাংগঠনিক সম্পাদক আলিমা খাতুন লিমা, সহ সাধারণ সম্পাদক নিলা, প্রচার সম্পাদক আফরোজা খান হেলেন, পাঠাগার সম্পাদক সেলিনা বানু।

এ বিভাগের অন্যান্য সংবাদ